৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
ভয় করি না ভুতকে দেখে
তাবিজ আছে কাছে,
তাবিজ দেখে খাবি খাচ্ছে
ভুতেরা জাম গাছে।
ছেলেবেলায় গ্রামের পথে
শুনছি ভুতের কথা,
গাছে উঠতে ভয় যে লাগে
ওই না যথাতথা।
একলা একলা রাতের বেলা
চলতে গেলে কভু,
মনের মধ্যে ভুতের ভয়টা
চলে আসে তবু।
মনের ভয়ে কাপে দিলটা
তাবিজ থাকুক যত,
তাবিজের ওই গরম দেখে
ঘুরে চলি শত।
যতই থাকুক মনে শক্তি
তাবিজের ওই জন্য,
ভুতের পাল্লায় পড়লে তবে
জীবন হবে শূন্য।
রচনাকালঃ
১৯/০৮/২০২১