স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+১
মুখখানা তার চাঁদের মতো
দীঘল কালো কেশ,
হাসির রেখা দেখে সবাই
বলবে আহা বেশ।
ভ্রমর কালো নয়ন দুটি
নেইকো তাতে লাজ,
ছোট্ট পাখির মতো সদা
করে শুধু কাজ।
বাবুইপাখির মতো তারই
সুনিপুণ ওই ঘর,
পিপীলিকার মতো মায়া
নেইতো কেউ যে পর।
কচি পদ্মের মতো তারই
হৃদয় জুড়ে সুখ
চিরল দাঁতের মৃদু হাসি
দূর করে দেয় দুখ।
কোকিল পাখি মতো তারই
মিষ্টি মধুর গান,
সেই গানেতে গাঁয়ের লোকের
বিভোর করে প্রাণ।
রচনাকালঃ
০৯/০৭/২০২১