কোনো এক দিবার রাঙা ভোরে
বন্ধু, আসবো তোমার দোরে।
দেখব তোমার মায়া ঝরানো ঐ মলিন মুখ
তারই সাথে দূর হবে যে,আমার সকল দুখ।
ধূসরিত চরণ ফেলে দূর্বাঘাসের উপর
নির্ঘুম ক্লান্ত চারিদিক করব আমি সফর ।
হাসিমুখে করবে বরণ রাঙা দুই হাতে
বিকেলে সীমান্তে ঘুরাঘুরি তোমায় নিয়ে সাথে।
অস্পষ্ট সব দৃশ্য দেখে কেটে যাবে বেলা
মন আনন্দে দুজন মিলে করব তখন খেলা।
বাংলাদেশের শেষ সীমান্তে কুচবিহারে কাছে
কাঁটাতারের বেড়াখানি থাকবে তবে পাছে।
দেখব বন্ধু মন আনন্দে বিকেল বেলার পাখি
নানা খেলায় কাটবে বেলা আনন্দ কই রাখি।






রচনাকালঃ
১৮/১০/২০২২
স্থানঃ বড়খাতা, হাতীবান্ধা, লালমনিরহাট।