সেই দিন রেসকোর্স ময়দানে ছিল
দশ লাখ জনতার ঢল,
এসে ছিল নির্যাতিত নিপীড়িত আমজনতা
আঁখি দুটো করছিল ছলছল।
সেই দিন রেসকোর্স ময়দানে জনতা
দিচ্ছিল মুখরিত স্লোগান,
ললাটে রক্তিম কাপড় বেঁধে এসেছিল
লাখ লাখ নওজোয়ান।
সেই দিন রেসকোর্স ময়দানে সকাল থেকে
শুরু হয়েছিল মানুষের আনাগোনা,
লাখ লাখ বাঙালি অধীর আগ্রহে বসেছিল
সেই দিন তাদের প্রথম কবিতা শোনা।
কবিতার পঙক্তি গুলো ছিল তেইশ বছরের
বাঙালির প্রাণের সকল কথা,
যা বলতে কবির শিহরণ হতো
আর মনে জাগত অগণিত ব্যাথা।
কবি উদ্ধত তর্জনীতে বলেন,
আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি বাংলার
মানুষের অধিকার চাই।
সেই দিন কবিতার মঞ্চে কবি
যখন সমাপ্ত করল কবিতা খানি,
মুখরিত চারদিক শুধু কানে বাজে
জয় বাংলা, জয় বাংলা, সেই ধ্বনি।
সেই কবিতা খানি শুনে বাঙালির
মনে জাগ্রত হয়েছিল নব নব আশা,
আশা খানিকে পূরণ করতে কবির কথায়
জীবন দিল বাংলার কামার, কুমার চাষা।
রচনাকালঃ
২৮/০৫/২০২১