ভাই,তোমার নিথর শরীরটা জীবন্ত আছে
হাজারো ছাত্র জনতার হৃদাসনে,হৃদয় মন্দিরে।
তুমি চলে গেলে ঘাতকের নির্মমতা আর নিষ্ঠুরতায়
হাজারো হৃদাসন চূর্ণবিচূর্ণ করে।
অঝোর ধারা বইছে বিস্তীর্ণ ছাত্র জনতার।
ভালো থেকো ভাই, ভালো থেকো
মহাকালের মহাযাত্রায়।
তোমার দেখানো বীরত্বের বীরগাথা সংগ্রাম
অন্যায়ের কাছে কখনো করেনি মাথা নত।
তোমার দিকে তাক করানো
বুলেট বোমা টিয়ারগ্যাস টিয়ারশেল উদ্ধৃত কালো হাত
তারাও আজ ব্যর্থ, পরাজিত।
ভাই,তুমি আমাদের অধিকার আদায়ের ভীত
অধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত, প্রাণ উৎসর্গই প্রমাণ।
উদার জমিনের ন্যায় বুক পেতে আগলালে ছোটকে
বুকের উদারতা রফিক সালাম বরকতের ন্যায়।
বীরকে কখনো দেখার সৌভাগ্য হয়নি
তোমাকে দেখেছি,তোমার সাহসীকতা বীরত্বকে দেখেছি
তোমার সাহসীকতা বীরত্ব হিমালয় সম।
ওরা পুরুষ নয়, ভীতু কাপুরুষ
নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ করে যেমন লক্ষ্মণ রাজ্যপাট নিয়েছিল
ঠিক তেমনি তোমাকে হত্যা করে
ওরা অধিকার আদায়ের পথ রুদ্ধ করতে চেয়েছিল, পারল না।
সেদিন তুমি ঘাতকের নির্মমতায় শিকার হয়ে
নুরুলদীনের মতো তোমার দৃপ্ত কন্ঠে প্রতিধ্বনিত হল
"জাগো বাহে কোনঠে সবায় "।
রচনাকালঃ
১৭ জুলাই ২০২৪
উৎসর্গঃ (বীর শহীদ আবু সাইদ)