এমন একটি সূর্যোদয় হোক
যার আলোয় আলোকিত হবে
ধরার সব স্বাপ্নিকের স্বপ্ন।
কেটে যাবে ধরার জরাজীর্ণ,সকল গ্লানি
থাকবে না কোনো হিংসা বিদ্বেষ জাত্যভিমান
যুদ্ধ বিগ্রহ নির্যাতন আর নিপীড়ন।
হোক না এমন একটি সূর্যোদয়
যার কারণে সকলে পাবে সুন্দর জীবন
প্রকৃতিতে আসবে নির্মলতা
পাখি গাইবে মন খুলে।
থাকবে না কোনো দুঃখ ক্লিষ্ট
সদা জীবন ভরা থাকবে সুখ আর শান্তিতে।
তেমন একটি সুন্দর সকালের প্রতীক্ষায়
শিমল গাছের তলায় উদাস মনে দাঁড়িয়ে আছে
ভগ্ন স্তূপ পাশে করিম চৌধুরী।
আমিও তার মতো একটি সুন্দর সকালের প্রতীক্ষায়।
আসবে এমন সকাল, নাকি স্বপ্ন হয়ে থাকবে আজীবন।
নাকি আমার কল্পনায় থাকবে
যদি কল্পনায় থাকে তাহলে সবাই তো আমাকে
প্লেটোর মতো কাল্পনিক ভাববে।
আমি চাই না, কেউ আমায় কাল্পনিক ভাবুক
আমি তো এরিস্টটলের মতো বাস্তবাদী,
বাস্তবতায় বিশ্বাসী।
আমার প্রত্যাশা পূরণ হোক, পূরণ হোক।
এটা আমার সৃষ্টিকর্তার কাছে করজোড়ে মিনতি।



রচনাকালঃ
২৫/০৬/২০২১