৮+৬ অক্ষরবৃত্ত ছন্দ

যাকে আমি বাসি ভালো সদা পড়ে মনে
হোক সে তো যত কালো নিখিল ভুবনে।
নব স্বপ্ন নব আশা দিতে তুমি প্রিয়া
তারই জন্য ভালোবাসা এ জীবন দিয়া।
হাতে হাত রেখে প্রিয়া ঘুরে কত বেলা
মন অভিলাষে মোরা খেলেছেি যে খেলা।
বলেছি বাঁধিবো ঘর দিয়েছিলে আশা
বলেছিলে হবে না পর মুখে নাই ভাষা।

জীবন নদের ঝড়ে চলে গেলে তুমি
বিরহ অনলে পুড়ে বেঁচে আছি আমি।
অন্যের ঘরণী তুমি আমি শুধু একা
তুমিহীনা প্রেমে নেই আনন্দের দেখা।



রচনাকালঃ
০৩/০৭/২০২১