আমি শান্তি চাই
গৃহ যুদ্ধ আর বিপ্লব চাই না
মানব নিধন আর নির্যাতন থেকে
মানব আত্মার মুক্তি চাই
শান্তি চাই, শান্তি।
লিটল বয় আর ফ্যাটম্যান থেকে বাঁচতে চাই
শান্তি চাই,শান্তি।
ট্রয় নগরী, হিরোশিমা ও নাগাসাকির
ধ্বংসলীলা থেকে সভ্যতার মুক্তি চাই
শান্তি চাই,শান্তি।
শিশুর মায়ের কোলে ঘুমিয়ে থাকার মতো শান্তি
বিজরিত গোলাপের মতো শান্তি।
যুদ্ধ বিগ্রহ চাই না
চাই না গগন থেকে পড়ুক অগ্নির বারিধারা অবিরাম
যার জন্য প্যালেস্টাইনের মা
বিনিদ্র কাটিয়েছে কত রাত
কত মা হারিয়েছে সন্তান আর কত বোন হারিয়েছে সম্ভ্রম
আমি প্যালেস্টাইনের মা ও শিশুর আহাজারি দেখতে চাই না
হাসি দেখতে চাই
শান্তি চাই, শান্তি।
প্রবাহমান নদী ছুটে চলার মতো শান্তি
পাখির মুক্ত গগনে পাখা মেলে চলার মতো শান্তি।
আমি বাংলার ত্রিশ লাখ কারিগরের মহান নেতা  
শান্তি চাই,শান্তি।
আমি নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর
জেনোসাইডের বিচার চাই
শান্তি চাই,শান্তি।
তৃষ্ণার্ত পথিকের জল পানের শান্তি
ক্লান্ত পথিকের বৃক্ষের ছায়ায় বিশ্রাম নেয়ার মতো শান্তি।
আমি বাংলার রুক্ষ প্রকৃতি, বৃষ্টি চাই
শান্তি চাই,  শান্তি
আমি দূর্ভিক্ষের তৃষ্ণার্ত  ক্ষুধার্ত কঙ্কাল, খাদ্য চাই  
শান্তি চাই, শান্তি।
মায়ের কোলের হারানো শিশু ফিরে আসার মতো শান্তি
দৃষ্টিহীন ব্যক্তি দৃষ্টি ফিরে পাওয়ার মতো শান্তি।


---------++++
রচনাকালঃ
২৫-১১-২০১৯