আমরা বাংলার মানুষ বাঙালি
বেঁচে আছি কিন্তু হয়ে কাঙালি,
আমাদের নেই অন্ন, নেই বস্ত্র, নেই নয়নে নিদ্রা
নেই কোনো মৌল বা মানব হিসেবে অধিকার।
আছি বেঁচে মরা- আধ মরা হয়ে
স্বাধীন হয়ে আমাদের জীবন গেছে আবার,
পরাধীনতার কালো অধ্যায়ে ছেয়ে।
আমাদের করুন পরিণতির কথা জানে
ঐ বাংলার জারুল জামরুল আর দূর্বাঘাস,
আরো জানে ঐ মুক্ত আকাশের বিস্তর জোনাকিরা।
পঁচিশ তারিখের নির্মম জেনোসাইড
বাংলার দুংখ ব্যথিত চিত্ত,
পথে প্রান্তে রক্তের দাগ লেগে আছে কত্ত।
বিলে ঝিলে পড়ে আছে কত লাশ যত্রতত্র
বুলেটের নলের আঘাতে বাংলার মাঠ ঘাট
হয়ে গেছে তামা তামা,
মাঠে ঘাটে নেই কোনো সবুজ ফসল
হয়েছে পুড়ে ছারখার।
তবুও যা বাংলার ছিলো উৎপাদিত পণ্য
পাকিস্তানিরা সব খেয়ে করেছে নিজ নিজ জীবন ধন্য।
শাসক বর্গের ভাষ্য ছিলো
বাংলার মানুষ নয়, বাংলার মাটি চাই,
দীর্ঘ চব্বিশ বছর পাকিস্তানি শাসনে
বাংলায় বয়ে চলেছিলো নরকীয় স্বাদ।
রচনাকালঃ
২০-০৪-২০২০