৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
কাব্য লিখি তাই তো সবাই
কবি বলে ডাকে,
নিন্দুক সে জন ছায়ার মতো
পাছে পাছে থাকে।
সমাজের ওই ভালো মন্দ
লেখা আমার কর্ম,
আমার কথা বলবো আমি
পালন তোমার ধর্ম।
সমাজটাকে শুদ্ধের জন্য
আমার কলম চলে,
আমার কাব্য দগ্ধ হয় যে
তীব্র নিন্দার ফলে।
অষ্টপ্রহর জ্ঞানের দৃপ্ত
ছড়াই সমাজ মাঝে,
কাব্যের নিন্দা সর্বত্র হয়
সকাল দুপুর সাঁঝে।
রচনাকালঃ
০৬/০১১/২০২১