৬+৬+৬+২
৬+২
মাত্রা বৃত্ত ছন্দ
কান নিলো চিলে তাই ভাবে দিলে
খুঁজে শেষ সারা পাড়া,
খুঁজি দিন রাতে বহু লোক সাথে
কান হলো মোর হারা।
নানা স্থানে খুঁজি নাই আসে বুঝি
কেঁদে ভাসে মোর বুক,
হেনকালে ভাই মোর কান নাই
দেখাব ক্যামনে মুখ।
ছুটি চিলে পিছু নাই বলি কিছু
সাথে মোর বহু লোক,
নানা কথা বলে চোখ ছলছলে
হৃদয় জুড়িয়ে শোক।
কানের এ কথা মনে মোর ব্যথা
মিলবে ক্যামনে কান,
মুখে আধি ছাপ কিসে চিলে মাপ
গেলো গেলো ভাই মান।
কান কান বলি আমি শুধু চলি
সকাল দুপুর রাত
এ আমার শ্রম হলো পণ্ডশ্রম
হবে তবে বাজিমাত।
পরের যে কথা হবে যথাতথা
নাই কোনো দাম তবে,
নিজের ভরসা নিজের খসড়া
নিজেই বুঝিবে কবে।
রচনাকালঃ
২৭/০৭/২০২১