শরতকালে নীল আকাশে সাদা মেঘের ভেলা
নদীর তীরে স্নিগ্ধ ভোরে কাশফুলের খেলা।
ডাহুক পাখি প্রেম বিরহে গায় মধুর গান
কাশফুলের সঙ্গে দোলে সখা সখীর প্রাণ।  

নদীর তীরে হাঁসের ভীড়ে শাপলা ফুল ফোটে
সরষে ক্ষেতে মধুর কাছে মৌমাছিরা ছোটে।
গাঁয়ের বধু কলসি কাঁধে নদীর ঘাটে চলে
জল আনিতে সবার সাথে মনের কথা বলে।

দোয়েল পাখি রোজ প্রভাতে মধুর সুরে গায়
ইচ্ছে খুশি গাঁয়ের ছেলে নৌকা নিয়ে বায়।
শালুক তুলে সন্ধ্যা বেলা ফেরে কিশোর দল
বর্ষাকালে নদীর বুকে থাকে অনেক জল।

কলমিলতা জলের সাথে ভেসে বেড়ায় ক্ষণে
নদীর তীরে গোলাপ ফোটে কালু মিয়ার বনে।
পৌষ মাসে খেজুর রসে পূর্ণ থাকে হাড়ি
নানা রকম শীতের পিঠা রান্না বাড়ি বাড়ি।





রচনাকালঃ
১৮ই ডিসেম্বর ২০২১