দূরন্ত শৈশবের স্মৃতি ঘেরা নদী পড় মোর মনে
তোমার সেই স্মৃতির কথা ভাবি এই প্রবাস জীবনে ।
তোমাতে জড়িয়ে রয়েছে মোর শৈশবের কত শত স্মৃতি বিস্মৃতি
তোমার জলে তরী ভাসিয়ে গেয়েছি কত গান পল্লি গীতি ।
ভেসেছি কত সাতার কেটে পানকৌড়ির দলের সাথে
শাপলা শালুক তুলে এনেছে কত এই দুই হাতে ।
পড়ন্ত বিকেলে দেখতে গিয়েছি কত তটের কাশফুল
আনন্দে আমার ভরা থাকত তখন মনের দুকূল ।
স্নান করেছি তোমার জলে বন্ধুদের নিয়ে কত
দুঃখী মানুষ তোমার জলে নাওয়া খাওয়া করত শত শত ।
হিজল গাছ থেকে স্নানের সময় জলে দিয়েছি কত লাফ
প্রবাস জীবনে মনে পড়ে বেশি কথা সেই সব।
উদাস মনে দেখেছি কত তোমার জলে কচুরীপানা ভাসতে
তোমার ধারে নাট্যমঞ্চ ছিল ছেলেরা আসতো কত নাচতে।
প্রবাস জীবনে তোমার তৃষ্ণায় লাগে না ভালো
আছি তবে দুরদেশে মন যে ভীষণ কালো।
দিবসে নিশিতে তোমার স্মৃতি বিস্মৃতি গুলো নিশ্চুপ থাকতে দেয় না
তোমার কাছে ফিরে যাবার জন্য আমি মা বাবার কাছে ধরেছি বায়না ।
জানি না কি হবে আমার এ আশা পূরণ
শৈশবের স্মৃতি বিস্মৃতি মনে আজ মনে করছি ধারণ।