স্মৃতির চাদরে রহস্য ঘেরা একটি নাম
বনলতা সেন।
রূপ লাবণ্যে মন কেড়ে ছিলে
রূপসী বাংলা কবির নাম তাঁর বনলতা সেন।
যার স্মৃতিতে রূপসী বাংলার কবি
লিখেছেন সুদীর্ঘ একখানা কবিতা
সেই কবিতার নাম, বনলতা সেন।
বনলতা সেন, বনলতা সেন
কি শ্রুতি মধুর নাম। নশ্বর এই ধামে।
যার পরশ পেয়ে রূপসী বাংলার কবির
জীবন উচ্ছ্বসিত উদ্বেলিত হয়েছিল
নাম তার বনলতা সেন।
সিংহল সমুদ্র থেকে মালয় সাগর
যার প্রেমের ছন্দে মেতে ছিলো রূপসী বাংলার কবি
নাম তার বনলতা সেন।
যার বদনখনি শ্রাবন্তীর কারুকার্য
চোখে তার বর্ণিল স্বপ্ন
নাম তার বনলতা সেন।
রচনাকালঃ
১৮/১১/২০২২
ফার্ণিচারপট্টি,শেরপুর, বগুড়া।