আমি দুঃখকে ভীষণ ভালোবাসি
মায়ের জঠরের ভাইয়ের চাইতেও
বেশি দুঃখকে ভালোবাসি, আলিঙ্গন করি।
দুঃখ আমার আজন্ম বন্ধু, শত্রু নয়।
দুঃখ বিহীন আমার জীবন অসম্পূর্ণ।

দুঃখকে আমি পারিভাষিক শব্দ ভাবি
পুরুষ এবং বচনের ন্যায়।
দুঃখ নিঃসৃত হয় শান্তির গ্রন্থি থেকে
সুখের চক্রে দুঃখ অনিবার্য।


রচনাকালঃ
১৯/১১/২০২৩