প্রথম গুলিটা যখন তুমি পাশ কাটিয়ে উঠলে
দ্বিতীয় গুলিটা তখন তোমার ডান পাঁজরে আঘাত করল
তখনও তুমি শির উঁচু করে দাড়ালে,
নব প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় ঘাতকের সম্মুখে।
তৃতীয় ও চতুর্থ গুলিটা যখন বক্ষভেদ করে সীমান্ত অতিক্রম করল
তখন তুমি লুটে পড়লে বাংলার বুকে স্বপ্ন আঁকা রক্তিম মাটিতে।
চারিদিকে বর্ধিত নয়নে চেয়ে অমূল্য সম্পদ উপহার দিলে
দৃপ্ত কন্ঠে প্রতিধ্বনিত হলো, কোটা বৈষম্যের সংস্কার চাই,
কোটা না মেধা?
ছাত্র জনতা উচ্চস্বরে বলল, মেধা, মেধা।
বিজয়টা দেখা তোমার হলো না।
তুমি নির্মমতার আবহে চলে গেলে।
ঘাতকের হিংস্রতা আন্দোলনের প্লটও বদলাতে চেয়েছিলো
কিন্তু তোমাকে ইতিহাসের পাতায় ঠাঁই দিল আম ছাত্র জনতা।
তুমি ছাত্র জনতার হৃদাসন জয় করেছো।
কর্তব্যের প্রশ্নে অধিকারের দাবীতে
সোচ্চার হবার সাহস তুমি দিয়েছো।
বাংলা অবিনাশী বর্ণমালাতে তোমার নাম স্বর্ণাক্ষরে রবে লেখা।
রচনাকালঃ
২০ জুলাই ২০২৪