মানুষ, সে এক আজব প্রাণী
আপন স্বার্থের গহ্বরে নিজেকে আটকে রাখে।
আপন স্বার্থে , প্রফুল্ল মনে করে সব
তা হোক না সুকর্ম বা কুকর্ম।
শ্রেষ্ঠত্বের আসনে বসে মানুষ
করে অশ্লীল অমানবিক কাজ;
তবুও হয় না তার হিতাহিত জ্ঞান।





রচনাকালঃ
২৩/০৯/২০২২