আমি কবির সৃষ্টকর্ম কবিতা।
আমি বাংলা মায়ের সবুজ শ্যামল,
অপরুপ সৌন্দর্যে ভরা প্রকৃতির সেই ছবিটা।
আমি তরুলতার সহজ সরল প্রাণ,
মুকুল বেষ্টিত মনোরম সেই ছবিটা।
আমি কাজী নজরুলের অগ্নিবীণা,
    রবীন্দ্রনাথের গীতাঞ্জলি।
আমি জীবনানন্দ দাশের সেই রূপসী বাংলা।
আমি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্রের শিশুর,
সেই বাসযোগ্য সেই পৃথিবী।
আমি জয়নুল আবেদীনের ম্যাডোনা ৪৩ চিত্রকর্মের,
বাংলার সেই ছবিটা,
যে অন্নের জন্য থালা হাতে দাঁড়িয়ে আছে রাস্তায় ।
আমি বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধুর,
সাতই মার্চের জ্বালাময়ী সেই মুখরিত ধ্বনি।
আমি বাংলার সেই রক্তাক্ত ইতিহাস।
আমি বীরদের বীরত্বের সেই কবিতা ।
আমি দুর্ভিক্ষের ক্ষুধার্ত তৃষ্ণার্ত সেই পথিকটা।
যে সদা চেয়ে আছে  রূপসী বাংলার প্রাণে,
আমি সেই কষ্ট জর্জরিত দৃশ্যটা।
আমি গরীব দুঃখীর সহজ সরল, সেই জীবনটা।
যে কাউকে কাঁদাতে জানে না,
নিজে শুধু কাঁদতে জানে, আমি সেই দৃশ্যটা।
আমি ধানে ভরা, গানে ভরা সেই কঠিন ছবিটা।
যে হাসত অপরকে কাঁদতে দেখে,
সে নিজে কাঁদতে জানে না,
আমি নির্দয়, নিষ্ঠুর, নির্মম সেই হিয়াটা।
আমি সোনার বাংলার সোনার ফসল ফলানো,
কৃষকের মুখের কষ্টের সেই হাসিটা -
যা চির অম্লান ।



রচনাকালঃ
২১/১২/২০১৯