আবু সাইদের ঝাঁঝরানো বুক নব বাংলাদেশের হৃদয়
যার অদম্য সাহস আর বুকের তাজা রক্ত এনে দিয়েছে, এই
অভাগা বাঙালিকে দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় বিজয়।
দিয়েছে উন্মুক্ত প্রান্তর, দিয়েছে বিজয়ের অমৃত স্বাদ
এই জগতের বিবর্তন প্রয়োজন, না হলে
কালের গর্ভে হারাবে আবু সাইদ মুগ্ধের মতো আরো কত প্রাণ ।
মা হারাবে তার নাড়ি ছেঁড়া ধন, পিতৃ স্নেহ
থেকে বঞ্চিত হবে বেহিসাবি মাসুম প্রাণ।
আবু সাইদের বুকের উদারতা দেখাচ্ছে বাঙালিকে পথ
তার রক্তে আজ উর্বর বাঙালির বাংলা ।
স্ব-উদ্ভাবিত শৈল্পিক কারুকাজে সজ্জিত চারিদিক
দূর্নীতি মুক্ত সমাজের জন্য দৃঢ় প্রত্যয় জেন - জির।
এই রক্তের স্রোত আজ বঙ্গোপসাগরের উত্তাল ঢেউে ন্যায়
ভাসিয়ে দিয়েছে সকল জরাজীর্ণ প্রতিকূলতাকে।
এত নির্মম পাষাণ প্রাচীরে আবদ্ধ হৃদয়
ধ্বংসের উন্মাদনায় অতি উৎসাহী, জনগণের
বন্ধু বলে খ্যাত, পেটোয়া বাহিনীও লজ্জিত।
প্রতিকূলতা স্বল্প পরিসরে বিরাজমান ছিলো
যা তুমি রক্তের প্রতিদানে অনুকূল পরিবেশ
আনলে। বাঙালিকে দিলে মুক্ত মঞ্চ।
রচনাকালঃ
২৪ শে আগস্ট ২০২৪