তুমি না ডাকলেই খুশি হই,এই ভরা প্রনয় মধুময় মৌসুমে,
আবার চাই না ফুটিতে ফুল,
যদি ঝরে যাই,ভয় লাগে বসন্ত আবার আগে।

তুমি না ডাকলেই খুশি হই,
চৈত্রের খাঁ খাঁ এই ভর দুপুর
প্রচন্ড তাপদাহে,ভয় লাগে অসম্ভব যদি পুড়ে যাই তার খরতাপে।

তুমি না ডাকলেই খুশি হই,এই শীতের কনকনে হিমেল ঠান্ডা
নিরুত্তাপ রাতে,যদি জমে গলে নিঃশেষ হয়ে যাই,ভীসম ভয় লাগে শীতল হওয়ার আগে।

তুমি না ডাকলেই খুশি হই,এমন ঘন প্রচন্ড অন্ধকারে ভীসম বিপার্যস্ত কুয়াশায়,স্তব্দ দু চোখ
ভয় লাগে,পুর্নিমার আলোই যদি আর না দেখি এ পোডা চোখে,
অসম্পূর্ণতাই থেকে যাবে নিঃসঙ্গ পাহাড় ঐ নিস্তব্ধ ঝর্নার গোপন মিলনের সুখ।

তারিখ :০৪/০৫/২০২০ইং,
রোজ:সোমবার,
সময়:দূপুর: ১২:২৫,মিনিট
------------------------------