"ভুলে যেতে চাই"
"জাহাঙ্গীর আলম"
তোমায় ভুলে যেতে চাই
বসন্ত শেযে এই বর্ষায়
অন্ধ চোখ বন্ধ করে
থাকি জানালায়।
ভেবেছো কি তুমি
জসীম উদ্দিনের নকশী কাথা
যে গায়ে মুড়িয়ে রাখবো।
ভুলে যেতে চাই
উদাস দুপুর শান্ত পুকুর
যে জলে ডুবিয়ে মেরেছো আমায়
ভুলে ও ভেবোনা তুমি
জোনাক জলা অন্ধকারে
সন্ধ্যা তারা
যে চাঁদে ঝুলিয়ে রাখবো।
তোমার কানের দুল
চুলের গন্ধ
ছিলো যা ভুল
সব স্মৃৃতি শিকায় রেখে দিয়েছি
এখন ভুলে যাব।