তুমি এতো নিষ্ঠুর পথ?
ভুলে গেছো সব,
মায়া মমতা মনে রাখনি কষ্ট ক্লেশ,
পন্ডিত,মনিষী,বাংলার বাঘ,
চলেছে দু পা চেপে তোমার বুকে,
চিকুন সরূ কাঁচা রাস্তা হেটে
সন্ধা নদীর ব্যস্ত ঘাটে,
এক পাশে তার সুপারি বাগান
বাতাস এসে উড়ায় নিসান।
যখন পথে জ্যোৎস্না পড়ে,
অর্ধ রাতে নৃত্য করে,
ঢেউ কখনো কয়না কথা,
ভাঙে তীর,লাগে ব্যথা।
প্রশ্ন গুলো আসে তেড়ে
স্মৃতির ডানায় ভীড় করে,