ভেবনা আমরা দুর্বল
জাহাঙ্গীর আলম
০৭/০৮/২০২৩ ইং
(কবিতা নং২৪৯)
-------------------
এই তেজ দীপ্ত চোখ
মুমূর্ষ ক্লান্ত নয়।
অবস অবসন্ন তো নয়-ই
হাত দুটি আমার,
যেন ক্ষীপ্ত প্রচণ্ড
উড়ান্ত ষ্টেনগান
বুকের মধ্যে উতপ্ত বারুদ
দাউদাউ করে।
ইচ্ছে হলে
সাহসের আগুন জ্বালিয়ে দিব
দুর্বার,
জানি রক্তে মহাপ্রলয় ঘটাতে
দরকার হলে মৃত্যু কে পাঠাবো
শ্মশানে?
প্রানের বোঝা আমাদের কাছে
খড়কুটোর মত।
ফসলের মাঠে মাঠে নদীজল পথে পথে
রক্ত ঢেলে করিতে পারি চাষ
ছাপান্ন হাজার বর্গমাইল।
ভেবনা আমরা দুর্বল