সব মানুষ ই,...
কিছুনা কিছু বোঝে,
কিন্তুু যে বোঝে,
তার মন কে বোঝে?

ধুলো আমার পা-
স্পর্শ করেছে কেবল,
আমার হৃদয়,
ছুঁইতে পারেনি।

অন্ধ বলে,পায়ের নিচে,
চাপা পড়েছে মাত্র
হৃদয়ে চাপা পড়লে,
অনুভব করতো,
হৃদয়ের স্পর্শ কেমন।