ভিন্ন মত
জাহাঈীর আলম
তারিখ,১৪/১২/২০২৪,ইং
রোজ:শনিবার,
সকাল,১১টা(কবিতা-২৮৫)
----------------------------
আমি বলি গগন জুড়ে
চাঁদ উঠেছে
তুমি বল না
ওসব মিথ্যে ভুলে।
আমি বলি কপাট খুলে
রাত দূপুরে
আকাশ দেখ,
তুমি বল না,
অন্ধ চোখ ঢাকছে মেঘে
পুর্নিমার রুপ কেমনে দেখে
ওসব মিথ্যে ভুলে।
আমি বলি
মুক্ত স্বাধীন
স্বদেশ ভূমে
জ্বালায় আগুন কারা
বনে,
তুমি বল না
ওসব মিথ্যে ভরা,
রাত দিনের কি
তফাত বুঝে
থাকে তারা চোখ বুজে
তুমি বল না
ওসব মিথ্যে ভুলে।
আমি বলি
মা তুমি কোথায় পেলে
একটু দেখ হিসাব খুলে।
তুমি বল না
ওসব মিথ্যে ভুলে