ভাষা হোক
জাহাঙ্গীর আলম
১৬/০২/২০২৩ ইং,
-----------------
(কবিতা -২২৪)
ভাষা হোক ভরসার শক্তি সাহসে
ভাষা হোক সাবলীল উজ্জ্বল উৎসবে
ভাষা হোক কৃষাণির অগণিত হাসিতে ভাষা হোক চাহনিতে পুলকিত শাড়ীতে।

ভাষা হোক দু চোখ জুড়ে
অন্ধ বধুর সন্ধ্যা তারায়।
ভাষা হোক সচ্ছ ঝকঝকে সবিনয়
ভাষা হোক মিষ্টিতে মাধুর্যে মধুময়
ভাষা হোক চদ্রের চুমো দেয়া জ্যোৎস্নায়।

ভাষা হোক ঝিকিমিকি পৌষের আঙিনায়।
ভাষা হোক বিচিত্র বুঝিবার সকলের  
ভাষাহোক কবিতায় কাব্যে উপমা

জাহাঙ্গীর আলম
১৬/০২/২০২৩ ইং,
সময় ১২:১৩ মি: