সাতচল্লিশ এ ভাংলো এদেশ,
ভাংলো নেতার অহংকার।
মরলো কত হিন্দু মুসলিম,
এক ই - ছিলো রক্ত তার।
ভাংলো মসজিদ,
ভাংলো মন্দির.
ভাংলো হৃদয় বাঙালীর,
কামড় দিচ্ছে মানচিত্রে ফের,
বিধলো বুকে ধর্ম তীর।
ভাংলো, বাংলা পূর্ব,পশ্চিম,
ভাংলো বৃট্শি কলোনিয়ান,
প্রতিশোধের আগুনে পুড়ে,
ক্ষান্ত বৃট্শি অবশাসন।
রবীন্দ্রনাথ,নজরুল ইসলাম,
জাগরে সুভাস মহাবীর,
মুর্খরা ভাংবে আবার ভারত
মাতা অস্তির।
সাম্পদায়িক অ- দেশ প্রেমের
বড় মাথার উৎপাত।
ভারত মাতা, ভাংবে আবার
হয়তো অদুর ভবিষ্যৎ,?