ভালোবাসা আমার নয় তো,
জাহাঙ্গীর আলম।
============
জোর গলায় বলে যাব অক্ষর গুলো
ভালোবাসা আমার নয় তো-
পাঠ কাঠীর মত ঠুনকো।
ভালোবাসা আমার নয়-তো- অবহেলা ভাঙা চোরা পাত্র।
ভালোবাসা আমার নয়-তো
ফেলনা আবর্জনার মত তুচ্ছ।
ভালোবাসা আমার নয় তো-নিচ, অতীসয়,হীনমন্যতায় নয় হিংস্র।
ভালোবাসা আমার নয়-তো,
সর্বনাশা রাত্রি ভাঙার স্বপ্ন।
ভালোবাসা আমার নয়-তো, অনাদরে অসহায় নয় ভ্রান্ত।
ভালোবাসা আমার নয়-তো
মানহানি,কুচিন্তার নষ্ট বেশ্যা।
ভালোবাসা আমার নিবিড়,
আধারে খেয়াতরী ন্যায় দূর্জ।
ভালোবাসা আমার উচু করে
মাথা,দূঃসাহসী বুর্জ।
ভালোবাসা আমার নয়-তো
অহমিকা,বাঞ্ছনা,ধিক্কার।
ভালোবাসা আমার নয় তো,
জাহাঙ্গীর আলম।
রোজ:শনিবার,
সময়:১১.৩০,মিনিট.
০৪/০৭/২০২০.ইং,
===========