ভাগ্য বিড়ম্বনা
জাহাঙ্গীর আলম
১৫/০৩/২০২৩ইং,
(কবিতা নং ২৩৬)
----------------------

মোহময় রুপের তারুণ্য
মায়ায়,
উঠিয়াছ বেয়ে
শিশির ভেজা স্নেহে লতায়,
রোদ্র মেখেছো অর্ধ গায়ে,
ফুটিলে কচি পাতাটার
একটু ছায়ে।

সকল প্রশ্ন করিয়া আড়াল
অসন্মানের সব সংঙ্কচ ভুলে
নিঃসঙ্গ বুঝি মাচায় ঝুলে।

দুর্ভাগ্য নাকি দুরারোগ্য
অপবাদ নাকি অভিশাপ।
সন্মাম নাকি অপমান

ছোট আর বড়
কালো আর ধলো
নর কিংবা নারী
লম্বা কিংবা বেটে।
হোক
রাস্তা বা ঘাটে
বাজার কিংবা হাটে
কোন অপরাধে
কেন চিমটি কাটে।
ভাগ্য বিড়ম্বনা
আমি সে দলে।