দিলাম তোমায় হৃদয় গোলাপ
রাখিও যতন করে
হারিয়ে যাই যদি আমি
দূর কাননের বনে।

খুজোনাকো আকাশ চিরে
চঁদ্র তারার ও পাশ ঘিরে
আছি হৃদয় মধ্যিখানে
তোমার শুন্য হৃদয়
পূন্য করে।
------------------------
তারিখ,০৬/০৬/২০২২,ইং
রোজ:সোববার,
সময়:১০:৫০মিঃ,