কেউ বা পাগল,মাতাল বলে,
কেউ বা বলে হিংসুটে,
আমার মনের দিলের খবর,
যানে কি সেই কয় জনে।
পর নিন্দায় নিচু তারা,
জন্ম জ্ঞানে অন্ধরে?
যাহা আসে কয় যে মুখে,
পাপির মুখ কি বন্ধরে?
ধর্মজাতি পুএ ভ্রাতৃ,
শত্রু-মিত্র নাই বোঝে,
শকুনেরা রক্তমাংস,
হালাল হারাম সব ভোজে।
আমি উদার মহৎ আছি,
প্রভুর কাছে পরিস্কার,
হিংসা বিদ্বেষ,যত তিরস্কার,
জন্ম কিন্তু একই তার।