রাত পোহালে ই,নব উদ্দামে
তুমি,পহেলা বৈশাখ।
শুভেচ্ছা রইলো,নতুন প্রভাতে,
বাজায়ে মেঘের বাঁশি।

প্রশান্তি দিও,উদ্দাম দিও,
দিও,মুক্ত প্রাণে,একগুচ্ছ
হাসি।

দুঃখ বেদনা ব্যথিত ব্যথা
কলঙ্ক,অভিশাপ।
অন্ধকারে তাড়িয়ে দিও
অমঙ্গলের সব।

যৌবনে মেঘ সেজেছে বাসর,
প্রকৃতি উল্লাসে,
প্রবল হাওয়ায় প্রশান্তির চুমো
বৃষ্টি সুখের আসে।

সোনালি বাঁশিতে কিশোর-
মাতে আনন্দ উল্লাসে,
জোয়ার এসেছে পথো প্রন্তে
রোদ্র ছায়ার খেলায়,
মুখরিত আজ নব উদ্যমে
শিমুলতলীর মেলায়।
তুমি এলে বোঝা যায়,
উৎসবে
দোকানীর হাল খাতায়।

তারিখ: 09/03/2019 ইং,
সময়: রাত :১২ :৪৫ মিনিট।