"তৃষ্ণার্ত কণ্ঠো"
"জাহাঙ্গীর আলম"
ফালগুনী এক মধ্য রাতে
অর্ধ জানালায় চোখ রেখে
ডেকেছিলে আমায় তৃষ্ণার্ত কণ্ঠে।
লাজুক বুকে তোমার,
একমুঠো জ্যোৎসনার আলো
পড়েছিল গাছের পাতার ফাকে।
বুঝেছিলাম তৃষ্ণার্ত কণ্ঠো কতটা দামী।
তাই সব ভুলে,আচল লুটায়ে ছিলে
খড় কুটো আর ধুলোয়।
অবাদে হাত বাড়াতেই
লাজুক কলি ছলকে উঠেছিল
খনিকের জলে।
শরুপথে যেতে যেতে বুঝেছিলাম
প্রেয়শীর তৃষ্ণার্ত কণ্ঠো কতটা দামী।