তোমরা কিছু জানো,
জাহাঙ্গীর আলম
সবুজের বুক চিড়ে উঠেছিলো মতি
কথা আর কাজে পাকা ছিল অতি।
বেধে সুতায় পৃথিবী কে রাখে নিজ ঘরে,
কেপে ছিল সুর্যটা তর্জনীর ডরে।
অন্ধকারে সাতার কেটে
সুনীল আকাশ ধরে।
জ্ঞানের বিকাশ সুতোয় টেনে
করতে ছিলো বড়।
জগৎ জুড়ে মস্ত বড়,আছে কি যে আরো।
কি নাম ছিলো ঐ ছেলেটির
তোমরা কিছু জানো।
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো।
ঐ ছেলেটির নাম কি এবার বুঝতে পারো।