তোমরা বলো একুশ
জাহাঙ্গীর আলম
২১/২০/২০২৩ ইং,
(কবিতা নং ২২৯)
---------------------------
যখন সবে ছোট্ট থাকে
পুজকো অবুঝ  শিশু
গেছে কেবা পাঠশালায়
মক্তবে নয় কিংবা স্কুলে।

কোলে পিঠে চড়ে
মমতায় শিখে
মায়ের ভাষা মুখে।

মায়ের ভাষা মুখের ভাষা  
সত্যি নয় মিছে,
মা তো আছে রক্তে মিশে
শক্তে আপন করে।
কার আছে হিম্মত
এ ভাষা ধবংস করতে পারে।

এমন সাহস দুনিয়ায় নাই
কোন হারামজাদার বুকে।

মুখের ভাষা রক্ষায় যারা
বয়ে দিল তাজা রক্ত
দিল অগণিত মহৎ প্রাণ
কি করে ভুলি?
বল সেই তাহাদের অবদান?
তোমরা বলো একুশ?
আমি বলি স্নেহ ভরা
মায়ের দুধের দাম।