তোমার ঘ্রাণ

জাহাঙ্গীর আলম

বুকের যন্তনা তীব্র হয় একটু কল্পনাতে
অদিক রাতে দখিনা বাতাসে.
বোঝা যেতো তোমার ঘ্রাণ।

মনের চোখে চুমো,আচলে আমি
প্রজাপতি দিয়েছি মুখ।

তোমার শাড়ীর অর্ধ ভাগে
আমার আবেগী বিলাশি সুখ।

লাজের গদিতে চেপে বসলে ভুলে যেতাম  
মুহুর্তে সব দুঃখ।

তোমার নৌকার পাল খুলতেই
মুহুর্তে অঙের পাখি চলে যেতো গভিরে।

লকলকে ঠোট দিয়ে অনুভব করি।
কঠিন ঢেউয়ের বজ্রঘাত।