তোমাকে দেখলেই,,
জাহাঙ্গীর আলম।
============
তোমাকে দেখলেই মনে হয়
সুর্য ঘুমিয়ে আছে দ্বিখন্ডিত
মেঘের ছায়ায়।করেছে শীতল,
নিতল হাওয়ায়।

তোমাকে দেখলেই মনে হয়  
দূপুরের রোদ শুয়ে আছে বৃক্ষের  ছায়ায়। মনে হয় বুকের
জানালা খুলে করেছো শীতল।

দেখলে তোমায় আগুন লাগে
নিত্য রাতে,বজ্রপাতে।
অসংযম-আকাশ জুড়ে
বিদ্যুৎ এর খুটির তারে।
হাতের চুড়ি করবে শীতল
নিম্ন ভূমির বরফ জলে।

তোমাকে দেখলেই,,
জাহাঙ্গীর আলম।
রোজ:বুধবার,
সময়:৭:৩০মিনিট,
১৬/০৬/২০২০ইং,
=============