তোমাকে আজো খুঁজি
জাহাঈীর আলম
তারিখ,২৪/১২/২০২৪,ইং
রোজ:মঙ্গলবার,
সময়,১২ টা(কবিতা-২৮৮)
-----------------
তোমাকে আজো খুঁজি
বৃক্ষের জ্যান্ত পাতায়
লিখে নাম,
চিহৃহীন অচেনা পথে
একগুচ্ছ রজনীগন্ধা
নির্বাক বেনামি খাম।
বিকালের ঘুমান্ত চোখে
গোধুলীর সুর্য তরিৎ উধাও
তখনো
সন্ধ্যার আলো ঢেলে
আজো তোমাকে খুঁজি
পুর্নিমার তাজা চাঁদ উল্টিয়ে
জ্যোৎস্নার জীবন্ত আলোয়।
তোমাকে খুঁজি
তোমাকে আজো খুঁজি
তুলাতলির মাঠ পার হয়েে
সোজা সন্ধ্যা নদীর ঘাটে
যে ঘাটে ধোয় জীর্ণ কৃষক
সোনালী আশেঁর পাট
সারি বাঁধা পারাপারে
ব্যস্ত খেয়া ঘাট।
তোমাকে আজো খুঁজি
ঐপাড়ে নদীর ঠাসাঠাসি ভীড়ে
বিয়ের গহনায় সাজায়ে পালকি
কারা চলেছে ধীরে।
আজো তোমাকে খুঁজি
স্বাক্ষী পুরানো লঞ্চঘাট।
নিস্ফল সব জ্বলন্ত
বিস্মৃতির বিভ্রাট।