সেদিন গোধূলীর নরম রোদে
দাড়িয়ে ছিলে চুল খুলে।

মেখেছ রং কৃষ্ণচূড়ার
টোলপড়া নরম গালে।
কার অপেক্ষায় কোন প্রেয়সী
এ পথ দিয়ে যায় আসে 

বনে যখন সন্ধা নামে
রক্তজবার টিপ পড়াতে।

তারিখ, ২৮/০৫/২০২২, ইং
রোজ শনিবার
সময়,বিকেল,চারটে,