তারে আমি দুনিয়া খুঁজতাছি
   জাহাঈীর আলম
তারিখ,১৩/১২/২০২৪,ইং
রোজ:শুক্রবার
সকাল:১১টা(কবিতা-২৮৪)
____________
তারে আমি দুনিয়া
খুঁজতাছি  
নয়ন ভরে দেখবে তাহার
কোথায় আছে কি?
আজব কারখানার
দুয়ার খুলি।

তারে আমি দুনিয়া
খুঁজতাছি  
দেখবো তাহার
কোথায় আছে কি?

বাহিরে ঝড় মেঘমাল্লাহ  
উপরে তার রসগোল্লা,  
ঢালুতে ঢল জলজ ঝর্ণা  
বিচিত্র সৃষ্টি।  
তারে আমি দুনিয়া
খুঁজতাছি।

সভ্যতার অপুর্ব পথে
দৃষ্টিহীন জ্যোৎস্না রাতে
দেখব ভেতরে তার
জলের উৎপত্তি

আজব কারখানায় তার
কোথায় আছে কি
তারে আমি দুনিয়া খুজতাছি