তাতেই আমি ধন্য,
জাহাঙ্গীর আলম।
===========
লেখাপড়া হইলো নারে
দরিদ্র তার জন্য।
মুর্খ বলে দিচ্ছে গালি
নাকি বিবেক বুদ্ধি শূণ্য।
বৃথা গেল জীবন টা মোর
শিক্ষায় তো নগন্য।
আমি তো এক মায়ের সন্তান
তাতেই আমি ধন্য।
তাতেই আমি ধন্য,
জাহাঙ্গীর আলম।
রোজ:বুধবার,
সময়:১০,টা
০৫/০৮/২০২০.ইং,
==========