কবিতা:সুখে দুঃখে,
জাহাঙ্গীর আলম।
২৮/০৫/২০২০.ইং,
==========

পেটে যদি থাকে ভাত,
মুখে তার হাসি।
ঘুমায় যদি রাস্তায়
মাথায় দিয়ে ইট,
লোকে বলে তারে সুখী,
কেউবা বলে ঠিক।

টাকা কড়ি গাড়ী বাড়ী
আছে অনেক ধন।
সারা দিনে একটি রুটি,
তাও দেয়না মুখে।
শুয়ে আছে হাসপাতালে
জীবন যায় দুঃখে।

কবিতা:সুখে দুঃখে,
জাহাঙ্গীর আলম।
রোজ:বৃহস্পতিবার,
সময়: সকাল,১০.টা,
২৮/০৫/২০২০.ইং,
=============