অনেক দূঃখের নৌকা আমি
ভাসাই অশ্রু জলে।সাতসমুদ্র
পাড়ি দিয়ে সুখ আনিব বলে।

কষ্টে আমার ভাঙ্গল বইঠা,
এখন উপয় কি।ইচ্ছের উপর
দাড়িয়ে আমি উড়াল দিয়েছি।

ব্যাথার উপর ভরটি দিয়া,
সাতসমুদ্রের ওপার গিয়া,
ঘুরে ঘুরে দু চোখ দিয়া,
দেখি আজব অবাক হইয়া।
মহিষে খায় মাংস,বাঘে
আবার ঘাস।

এমন সুখের কান্ড দেখে
দুঃখটা কে জড়িয়ে বুকে,
কষ্টে কাঁদে বুক।
ব্যাথায় পাগল অন্তর আমার
কোথায় পাবো সুখ।

তারিখ: ১৯/০৫/২০২০.ইং,
রোজ:মঙ্গলবার
সময়: রাত:১১.টা,