সুবিধাবাদী
জাহাঈীর আলম
তারিখ,০৭/০১/২০২৫,ইং
রোজ:মঙ্গলবার,
সময়,২ টা(কবিতা-২৮৯)
-----------------
নিরীহ মানুষের রক্তে
যারা করে রাজনীতির
ঘৃণিত চাষ।
সুযোগ বুঝে তারা
ফসল ফলায়
নিজে
অন্যের প্রাণ ঝরায়
বড় নিষ্ঠুরতায়
তাদের ধবংস অনিবার্য
হবে একদিন নিশ্চয়।