"স্মৃতির পাতায়
"জাহাঙ্গীর আলম"                                          

সোনালী ধানের খেতে শালিকেরা নাচে ।
দেখেছি শৈশবে হেমন্ত কালে।

দেখেছি কৃষান বউয়ের লাজে ভরা চোখ
ঘোমটার আড়ালে হাসে তার মুখ।

দেখেছি নরম রোদে বিকালের ছায়া
সন্ধ্যায় অপরুপ কি যে
তার মায়া।

সকালে শিশির গুলো পথের ও দুধারে
বিছায়ে রেখেছে রাত নিজেই অন্ধকারে।

কাটে ধান কৃষানি রোদে ঝরে ঘাম
অভাবে অনটনে দুখী তারি নাম।

সুখ দুখ পাশাপাশি দু চোখের মাঝে
শেষ বেলা শেষ তার অন্তিম সাঝে।  

২১/১২/২০১৭,     সকাল। ১০.৩৮.মিঃ