শোক
জাহাঈীর আলম
তারিখ,১৬/০১/২০২৫,ইং
রোজ:বৃহস্পতিবার,
সময়,বিকেল ৫ টা(কবিতা-২৯০)
-----------------------
কলিজা টা ছিড়েগেছে
কোথা হতে কি যে এসে,
নিভে গেল আলো শেষে
দপ করে সন্ধ্যায়।

মমতার মায়াজালে
ছিন্ন করে গেলে,
এত ব্যথা বুকে দিলে
বিদায়ে দুর্দিনে,
মৃত্যু তো শাশ্বত
ঝড় বয় কাঁন্নায়।
আজরাইল কবে এসে
বসবে পাস ঘেঁষে,
জোর করে টান দিবে
আমার ই' প্রাণ টা,
ঘুচে জাবে সব ব্যথা  
থেমে যাবে কান্না।