জানি প্রিয়া জানি,স্রষ্টার
সৃষ্টির পুণ্য কালে।

সত্যের চেয়ে সত্যি অধিক
   নারী সহস্রে গুনে সতী,

মিথ্যের চেয়ে হতেই হবে
অধিক মিতব্যয়ী।

মসজিদ মন্দির ধর্ম সমান
সে-তো অসীম চিরন্তন,
এ জগৎ এ নারী তুমি
সত্যি,মহাপুণ্যবান্‌