আশ্চর্য হই আজও,
যত দেখি অফুরন্ত,
যতো নাড়াচাড়া করি,
ততো নতুন।

কি সত্যিই ফুরোবে না,
চির আকাঙ্ক্ষা,
কি এমন মায়াজালে হই,
বিভোর।

যৌবনে মেঘবিনা আকাশ,
নগ্ন ঝড়ে থাকে,তীব্র উত্তাল,
চরম ক্ষুদায়,
জলপতনের স্পষ্ট চিহ্ন।
আশ্চর্য হই আজও,
জলের তীব্র স্রোত দেখে।