"স্বপ্নের ভেতরে"
"জাহাঙ্গীর আলম"
তুমি এখনো আসো স্বপ্নে
কোন এক বৃষ্টির বরষায়।
তুমি এখনো আসো
চুপটি করে ভোর বিহনে
গাঁথতে মালা
হাসনাহেনা।
তুমি আসো
শ্রাবনের সারস সাবিত্রি
হয়ে -
আমার বসন্ত বাগানে।
তুমি আসো ফুটাতে
কুহেলিকা ফুল
বিশ্রীতির আড়ালে।
নির্মম পারিহাস
দুরান্ত পথ দ্রুতই
মিলে যায়।
স্বপ্নের ভেতরে ছোয়ার অপেক্ষায়
অনবরত।
১৪/২/১৭ রাত