সোনালী ধানের সোনা ঝরা রং,
ছড়িয়ে মাঠে মাঠে,
যাদের ঘামে এত রং আনে
বাংলার মুখ পানে।
বাঁশের সাঁকো পেরিয়ে দেখো,
কি যে অপরূপ লাগে,
সোনা ঝরা ভোর,খুলিয়া দোর,
সুর্য রক্ত রংয়ে।
সোনা ঝরা রং রাঙিয়েছে মাঠে,
গোধুলী- ই বুঝি যানে।
সিঁদুর পড়ে ধুসর আঁকাশ,
নিজেকে বিকেলে সাজে,
কৃষ্ণচূড়া তার সব রং দিয়েছে,
রাম ধনুর কপালে,
সিঁথিতে তার আঁচড়ে পড়েছে
সোনা ঝরা রোদ্র বাতাসে।
স্বর্নলতার সোনামুখি কথা,
সোনার চেয়ে দামী,
রূপসী বাংলার হাসিতে দেখি,
তার সোনা ঝরামুখ খানি।